শিল্প-সাহিত্য
অ্যান্না কারনিনার করুণ পরিণতি

Published
3 years agoon

উনবিংশ শতকের ঘটনা,তখন পূর্ব ইউরোপের অধিকাংশ দেশ নিয়ে রাশিয়ান সম্রাজ্য গঠিত ছিল। তৎকালীন রাশিয়ার সম্রাটদের বলা হত জার। রাশিয়ার শাসন ক্ষমতায় জার দ্বিতীয় আলেকজান্ডার। সেন্ট পিটার্সবার্গ শহরে জার সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা কাউন্ট অ্যালেক্সি আলেজেন্ড্রোভিচ কারেনিন। তখনকার সময় জারদের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে ও জামিদারদেরকে কাউন্ট বলা হত এবং তাদের স্ত্রীদেরকে কাউন্টিস বলা হত।

বিনয়ী, সৎ ও সজ্জন আলেকজেন্ড্রোভিচ কারেনিনকে পিটার্সবাগ শহরের বাসিন্দারা খুব সমীহ করে। স্ত্রী কাউন্টিস অ্যানা কারনিনা এবং একমাত্র ছেলে সারইয়োজাকে নিয়ে সুখের সংসার কারেনিনের। যেহেতু পিটার্সবার্গ শহরে আল্যেক্সি কারেনিন একজন শ্রদ্ধেয় মানুষ সুতরাং তাঁর স্ত্রী অ্যানা কারনিনা ও খুব শ্রদ্ধেয় এবং সম্মানিত নারী। রুপে, গুনে ও ব্যক্তিত্বে অদ্বিতীয়া, অ্যানা কারনিনা। অ্যানা কারনিনার চাইতে তার স্বামী অ্যালেক্সি কারেনিন বয়সে খুব বড় বলা চলে। তবে অ্যালেক্সি কারেনিন স্ত্রী অ্যানা কারনিনাকে খুব ভালবাসে এবং বিশ্বাস করে।

অ্যানার ভাই প্রিন্স অবলস্কি ও জার সরকারের একজন কর্মকর্তা, স্ত্রী ডলির সাথে সে মস্কো শহরে বসবাস করে। স্ত্রীর সাথে বেশ কিছু দিন থেকে তার বনাবানী হচ্ছে না। বনাবনী না হওয়ার প্রধান করার তার নৈতিক অবক্ষয়। বাড়িতে যত কাজের মেয়ে আসে সবার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে অবলস্কি। স্ত্রী ডলি এটা নিয়ে ব্যাপকভাবে মানসিকভাবে আহাত এবং স্বামীর সাথে ঘর সংসার করবে না জানিয়ে ননদ অ্যান কারনিনাকে চিঠি লিখে পাঠায়। ভাই ভাবীর সংসার বাচাতে মরিয়া অ্যানা রওনা দেয় মস্কোর পথে। পিটার্সবার্গ শহর থেকে ট্রেনে চড়ে রওনা দেয় মস্কোতে সেখানে গিয়ে ভাই ভাবীর সাথে কথা বলে তাদের সংসার রক্ষা করায় তার প্রধান দায়িত্ব। ট্রেনে অ্যানার সাথে পরিচয় হয় এক ভদ্র মহিলার তিনিও মস্কো যাচ্ছেন তাঁর ছেলের কাছে। রনস্কি নামের এক সামরিক কর্মকর্তা ভদ্র মহিলার ছেলে যে সম্পদশালী এবং সুদর্শন।
মস্কোতে পৌছে ট্রেন থেকে নামার সময় অ্যানার হঠাৎ চোখাচোখি হয় সেই সামরিক কর্মকর্তা রনস্কির সাথে। প্রথম দর্শনেই রনস্কির প্রেমে পড়ে যায় অ্যানা এবং চম্বুকের মত আর্কষণ অনুভব করে সে। পরকীয়ায় কারণে যখন ভাই ভাবীর ভঙ্গুর সংসার বাঁচাতে সে মস্কোতে এসেছে তখন এই ট্রেন স্টেশন থেকে পরকীয়ার বীজ বপিত হয় তার নিজের জীবনে। সামরিক কর্মকর্তা রনস্কিও অ্যানাকে দেখে বিমোহিত এবং তাঁর প্রতি এক গভীর আকর্ষণবোধ করে। অ্যানার ভাবী ডলির ছোট বোন কিটির বাগদত্তা এই সামরিক কর্মকর্তা রনস্কি।

মস্কো পৌছে ভাইয়ের বউ ডলির সাথে কথা বলে অ্যানা। ডলি প্রথমে অ্যানার কথা না মানতে চাইলেও সন্তানদের কথা ও সংসারের কথা বিবেচনা করে স্বামীকে ক্ষমা করে দেয়। অ্যানা ডলিকে নিশ্চিত করে বলে যে তার ভাই তার ভুল বুঝতে পারবে আর সংসারে ফিরে আসবে আর সে ডলিকেই ভালবাসে। এভাবে ডলিকে বোঝানো মাধ্যমে ভাইয়ের সংসার বাঁচাতে পারলেও অ্যানার নিজের জীবন জড়িয়ে যায় এক অনিশ্চিত জটিলতায়।
মস্কোতে একদিন বলে ( নাচের অডিটোরিয়ামে) আবার রনস্কির মুখোমুখি অ্যানা, যেখানে কিটি সহ অ্যানার ভাইয়ের পরিবারের সবাই উপস্থিত। রনস্কির মুখোমুখি হলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ্যানা।
বাগদত্তা কিটির সাথে রনস্কির যুগল নাচ হওয়ার কথা ,কিটিও রনিস্কির মনোযোগ আর্কষণে ব্যস্ত । কিন্তু রনস্কিতো অ্যানার মনোযোগ আর্কষণ করতে ব্যস্ত এবং এক পর্যায়ে রনস্কী সংগীতের তালে তালে নাচে যুগল বন্ধী করে ফেলে অ্যানাকে। অ্যানা রনস্কি জুটির যুগল নাচ দেখে কিটি রীতিমত হতবাগ এবং তার বুঝতে বাকি থাকে না যে অ্যানা রনস্কি একে-অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট।

প্রিন্সেস ইখিতারিনা কিটি অ্যানার ভাবী ডলির ছোট বোন, দেখতে সুন্দর এবং কনস্টানটাইন লেভিন নামে অবলস্কির এক বন্ধু তাঁর পাণি প্রার্থী ছিল। জমিদার হয়েও অতিসাধারণ জীবন যাপন করে লেভিন। নীতিবান, সৎ , সজ্জন এবং সমাজতন্ত্রের আর্দশে বিশ্বাসী লেভিন হাটু গেড়ে কিটিকে বিয়ের প্রস্তাব দিলে কিটি তা প্রত্যাখান করে। কিটি তখন লেভিনকে বলেছিল সে সামারিক কর্মকর্তা রনস্কির কাছে নিজেকে সপে দিয়েছে সে।
অ্যানার প্রতি রনস্কির গভীর আর্কষণ আর দুজনের যুগলবন্দী নাচ দেখে কিটির ভাল মতই বুঝতে পারে লেভিনের মত একজন নিবেদিত প্রাণ প্রেমিককে ফিরে দিয়ে সে কত বড় ভুলই না করেছে। কিটির কাছ থেকে প্রত্যাখাত লেভিন চলে যায় অনেক দূরে তার জমিদারী দেখাশুনা করতে।
পরিস্থিত যখন এমন জটিল তখন অ্যানা পিটার্সবার্গের ট্রেন ধরে ফিরে আসার জন্য।, কিন্তু তার মনে যে গেথে গেছে রনস্কির ছবি। অবচেতন মনে সে নিজেকে সপে দিয়েছে রনস্কির কাছে। পিটার্সবার্গ স্টেশনে নেমেই দেখ রনস্কি। রনস্কি গোপনে অ্যানাকে অনুসরণ করে মস্কো থেকে পিটার্সবার্গে এসেছে কখন তা অ্যানা জানত না। রনস্কি জানায় যে, সে মস্কো থেকে বদলি নিয়ে পিটার্সবার্গ শহরে চলে এসছে অ্যানার কারণে। অ্যানা রনস্কির থেকে নিজে দূরে রাখার শত চেষ্টায় ব্যস্ত । প্রথম প্রথম ছেলে এবং স্বামীর কথা মনে করে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও রনস্কির কাছে খুব সহজেই ধরা দেয় সে।
অ্যানার স্বামী অ্যালেস্কি কারেনিন রনস্কির প্রতি অ্যানার আকর্ষণ বুঝতে পারে এবং সে একদিন অ্যানাকে সর্তক করে। কিন্তু অ্যানা জানায় যে রনস্কির নিয়ে সন্দেহের প্রয়োজন নাই কেননা সে তার স্বামীর প্রতি এখন অনুগত। কিন্তু ধীরে ধীরে রনস্কির সাথে অ্যানার মেলামেশা বেড়ে যায়। রনস্কির কাছে গেলে সে এক পরম সুখ অনুভব করে, রনস্কি পাশে থাকলে সে নিজেকে সবচেয়ে সুখী মনে করে। রনস্কির সাথে অ্যানার সম্পর্ক গভীর হয়ে ওঠে, এমনকি এ সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ায়।
পিটার্সবার্গের সোসাইটিতেও অ্যানা-রনস্কি সম্পর্কের বিষয়টি চাউর হয়। অ্যানা –রনস্কির প্রেম যখন পিটার্সবার্গ শহরে আলোচনার বিষয়বস্তু তখন মস্কোতে লেভিন ও কিটি বিবাহ বন্ধবে আবদ্ধ হয়। প্রথমে প্রত্যাখ্যাত লেভিন কিটি থেকে দূরে থাকলেও এক শীতে মস্কোতে বেড়াতে আসে তখন অবলস্কি ও ডলি তাকে কিটি বিষয়ে অবহিত করে। কিটির সাথে তার বিয়ের ব্যবস্থা করে। রনস্কির কাছ থেকে প্রত্যাখাত কিটি এবার লেভিনের সাথে বিয়েতে সহজেই রাজি হয়ে যায়। বিবাহের পর কিটি ও লেভিন তাঁদের জমিদারী দেখাশুনো করার জন্য ফিরে যায়।

একদিন পিটার্সবার্গের ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশনেয় রনস্কি যেখানে অ্যানা ও তার স্বামী উপস্থিত ছিল। রেসের সময় হঠাৎ রনস্কি ঘোড়া থেকে পড়ে গেলে মনে অজান্তে চিৎকার দিয়ে ওঠে অ্যানা । অ্যানার স্বামীর বুঝতে বাকি থাকে না অ্যানা রনস্কির সম্পর্কের গভীরতা।
রাতে বাড়ি ফিরে যখন অ্যানার স্বামী অ্যালেক্সি কারেনিন তাকে জিজ্ঞেস করে তাদের ভিতরে আসলে কোন সম্পর্ক আছে কিনা। জবাবে অ্যনা বলে যে হ্যা অনেক দেরী হয়ে গেছে , সে রনস্কিকে স্বামী হিসেবে গ্রহণ করেছে এবং রনস্কির সন্তান তাঁর গর্ভে, সে ডিভোর্স চাই।
বিস্ময়ে বিমূঢ় অ্যানার স্বামী বুঝতে পারে না সে কি করবে , সোসাইটিতে তার মান সম্মান কোথায় যাবে। অ্যালেক্সি কারেনিন অ্যানার কাছে নিরবভাবে জিজ্ঞেস করে তার অপরাধ কি। অ্যানা এই প্রশ্নে উত্তর জানে না , জানে না তার আর রনস্কির সম্পর্কের পরিণতি কি । শুধু জানে সে রনস্কিকে ভালবাসে যে ভালবাসা এক অদম্য ভালবাসা, সমাজের চোখে যে ভালবাসার নাম পরকীয়া একদিন যে পরকীয়া থেকে ভাই ভাবীর সংসার বাঁচতে গিয়ে ছিল আজ সেই পরকীয় ফাঁদে সে তার স্বামী সংসার,সন্তান ছাড়তে বাধ্য।
অ্যানার স্বামী অ্যালেক্সি কারেনিন অ্যানাকে বলে দেয় যে সে তাকে ডিভোর্স দিবে কিন্তু শর্ত একটা অ্যনা তাঁর ছেলে সারইয়োজাকে দেখতে পারবে না আর কোন দিন।
অ্যালেক্সি কারেনিন অ্যান্নাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অ্যানার ভাই অবলস্কি ও ভাবী ডলির সাথে দেখা করতে যায় মস্কোতে। ডলি অ্যানার কথা জানতে চাইলে সে বলে যে শত চেষ্টার পরেও অ্যনাকে ফেরাতে পারে নি। অ্যালেক্সি কারেনিন বলে, আমি কাউকে ঘৃণা করি না কিন্তু আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তাকেই ঘৃণা করি। অবলস্কি ও ডলি অ্যানাকে ডিভোর্স না দিতে অনুরোধ করে।

অ্যালেক্সি কারেনিন যখন মস্কোতে ছিল চিঠি পায় যে অ্যান্না রনস্কির কণ্যা সন্তান প্রসব করতে চলেছে। অ্যানার তার স্বামী রনস্কিকে অনুরোধ করে সে যেন তার সাথে দেখা করে। অ্যানার স্বামী অ্যালেক্সি কারেনিন অসুস্থ অ্যানার কাছে যায়।অসুস্থ অ্যান্না স্বামীর কাছে মাফ চাইলে, অ্যানা কারেনিন এবং রনস্কিকে মাফ করে দেয় অ্যালেক্সি কারেনিন।
তৎকালীন সময়ে রাশিয়ান সোসাইটিতে ডিভোর্স এর বেশ জটিলতা ছিল । অ্যানা কারেনিনা এবং তাঁর স্বামী অ্যালেক্সি কারেনিন এর ডিভোর্সও আটকে যায় আইনি জটিলতায়। রনস্কিও সন্তান প্রসব করলেও অ্যানা তাঁর স্বামীর বাড়িতেই থাকে।
স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে ও পারে না অ্যানা আবার রনস্কির কাছেও যেতে পারে না ফলে অ্যানা পড়ে যায় একদোটানা অবস্থায়। তাছাড়া রনস্কির সাথে তার এই সম্পর্কের কারণে পিটার্সবার্গ সোসাইটিতে অ্যানা পূর্বের সেই মর্যাদাকর অবস্থা হারিয়ে ফেলে। সকলের অবজ্ঞার পাত্রে পরিণত হয়।
পিটার্সবাগ সোসাইটির সকলে যখন মুখ ফিরেয়ে নেয় তখন অ্যনা আর রনস্কি চলে যায় ইটালীতে। ইটালীতে গিয়ে অ্যানা ও রনস্কির জীবন ধারণ কঠিন হয়ে পড়ে কেননা পিটার্সবার্গের সেই সম্মানিত রাজকীয় জীবনের পরিবর্তে দীনহীণ জীবনযাপন ছিল উভয়ের জন্য কস্ট সাধ্য। পরবর্তীতে তারা পিটার্সবার্গে ফিরে আসে। পিটার্সবার্গে ফিরে এসে অ্যানার জীবন যেন আরো বিষক্ত হয়ে উঠে। স্বামীর কাছ থেকে ডিভোর্স না পাওয়ায় রনস্কিকে বিয়ে করতে পারে না । সোসাইটির সবাই তাকে ঘৃণার চোখে দেখতে থাকে। তাছাড়া রনস্কির মা তাকে অভিজাত ঘরের মেয়ের সাথে বিয়ের জন্য জোরাজুরি করতে থাকে। ফলে অ্যানা রনস্কির প্রতি সন্দেহপ্রবণ হয়ে ওঠে এবং ক্রমাগত বিভিন্ন নারীর সাথে রনস্কির সম্পর্ক হয়েছে বলে সন্দেহ করতে থাকে। এমন জটিল পরিস্থিতিতে অ্যানার মাথায় সব সময় আত্মহত্যার চিন্তা ঘুর ঘুর করতে থাকে। তারপর একদিন অ্যানা সত্যি সত্যি রেল স্টেশনে গিয়ে চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করে।

কালজয়ী সাহিত্যিক কাউন্ট লেভ নিকোলাভিচ তলস্তয় এভাবে তাঁর বিখ্যাত উপন্যাস অ্যান্না কারনিনাতে, অ্যান্না কারেনিনার করুণ পরিণতি চিত্রায়িত করেছেন। তলস্তরের প্রথম বাস্তব উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় অ্যানা কারনিনা উপন্যাসটিকে। ৮০০ পৃষ্ঠার অধিক এই উপন্যাসে তলস্তয় তৎকালীণ জার শাসিত রাশিয়ার সমাজ বাস্তবতায়র চিত্র তুলে ধরেছেন অ্যানা কারেনিনার করুন পরিনতি বর্ণনার পাশাপাশি।
একডজনেরও বেশি চরিত্র রয়েছে উপন্যাসটিতে। কাউন্টিস অ্যানা কারনিনাই উপন্যাসের প্রধান চরিত্র বলা চলে। তবে অ্যানার পাশাপাশি লেভিন এবং কিটি চরিত্র দুটিও বেশ গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে উপন্যাসে লেভিন চরিত্রটি মূলত তলস্তয়ের নিজে জীবনের প্রতিচ্ছবি এবং কিটি চরিত্রটি মূল তলস্তয়ের স্ত্রীর প্রতিচ্ছবি।
১৮৭৭ সালে প্রকাশিত তলস্তয়ের এই উপন্যাসটিকে ধরা হয়ে সর্বকালের সেরা প্রেমের উপন্যাস হিসেবে। যেখানে তলস্তয় প্রেমের নানা রুপ তুলে ধরেছেন যেমন, প্রথম দেখায় প্রেম, পরকীয়া প্রেম, নিবেদিত (কম্পাশ্যানেট লাভ) প্রেম, স্বামী-স্ত্রীর প্রেম প্রভৃতি তুলে ধরেছেন।
উপন্যাসটি পড়ার সময় কখনো কখনো আপনার অ্যানার প্রতি ভালবাসা জন্মাবে, কখনো কখনো ঘৃণা জন্মাবে, মনে হবে তলস্তয়ের উপন্যাসের এই নায়িকা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত নারী যে তার সৎ, ন্যায় পরায়ণ স্বামীর সাথে প্রতারণা করে সন্তানকে ছেড়ে চলে যায় প্রেমিকের হাত ধরে। তবে অ্যানার প্রতি একটা মায়াও জন্মাতে পারে, তার ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার করুণ চিত্র হৃদয় ছুয়ে যেতে পারে। আর তাই বোধ হয় তলস্তয়ের অ্যানা কারনিনা পৃথিবীব্যাপী এতবেশী জনপ্রিয়, এত এত নাটক, সিনেমা, নির্মিত হয়েছে উপন্যাসটি নিয়ে ।
প্রকাশিত সকল লেখার দায়ভার লেখকের। আমরা লেখকের চিন্তা ও মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল তাই সব সময় নাও থাকতে পারে।
শিল্প-সাহিত্য
আধুনিক বাংলা সাহিত্যের রাজনৈতিক ইতিহাস (পর্ব ৩)

Published
3 years agoon
January 25, 2020By
শফিক মুন্সি
“আমি বহুদিন যাবৎ মনে মনে এই আশাটি পোষণ করিতেছিলাম যে, ভারতীয় মুসলমানদের শৌর্য- বীর্য সংবলিত এমন একটি যুদ্ধকাব্য লিখিয়া যাইব, যাহা পাঠ করিয়া বঙ্গীয় মুসলমান স্পর্ধা করিয়া বলিতে পারেন যে, এক সময়ে ভারতীয় মুসলমানগণও অদ্বিতীয় মহাবীর ছিলেন।”
— কায়কোবাদ
পূর্বের পর্বঃ আধুনিক বাংলা সাহিত্যের রাজনৈতিক ইতিহাস (পর্ব ২)
কলকাতার ঠাকুর বাড়ির পিছনে বিশাল আমবাগান। গ্রীস্মের দুপুর গুলোর প্রায়ই কাদম্বরী দেবী আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আড্ডা দিয়ে সময় পার করেন। রবী ঠাকুর এই সময়টাতে নতুন কি লিখেছে তা শোনায় বৌদি কাদম্বরী কে। কিন্তু আজ দুদিন রবীন্দ্রনাথ আসছে না, মুখোমুখি হওয়াও বন্ধ প্রায়। হঠাৎ হঠাৎ এই দেবরটির কি যে হয় কাদম্বরী ঠিক বুঝতে পারে না। রবীকে কাদম্বরী মন থেকে স্নেহ করে কিন্তু মাঝে মাঝে মনে হয় রবি বোধহয় আরেকটু বেশি চায়। অন্তত রবির চোখের চাহনি হঠাৎ অভিমান এসব তাই প্রকাশ করে। কিন্তু সে বেশিটুকুর পরিমাণ কাদম্বরী দেবী পরিমাপ করতে পারে না। স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে কাদম্বরী মন থেকে ভালোবাসে। আশেপাশের সবাই যখন নারীকে শুধু অন্তঃপুরবাসিনী হিসেবে দেখে তখন তাঁর স্বামী তাকে নারী স্বাধীনতা উপভোগ করাচ্ছেন। সমাজের নাক সিটকানি উপেক্ষা করে কাদম্বরী দেবীকে বাড়ির অন্দর থেকে বাইরে এনেছেন তিনি। তবে ব্যাপারটাতে সবাই যে একযোগে বাঁকা চোখে দেখছে তা নয়। কেউ কেউ জ্যোতিকে বাহবাও দিচ্ছে। ভারতবর্ষের সামাজিক পরিবর্তন আনতে গেলে যে নারী-পুরুষ সকল সামাজিক জীবেরই জীবন – যাপন, মনন – চিন্তার পরিবর্তন আনতে হবে এটা বুঝতে পারারাই বাহবা দেবার দলে। ভারতে স্বদেশী রাজনৈতিক চিন্তাধারার প্রবর্তন, সামাজিক উন্নয়ন এবং বাংলা সাহিত্যের বিকাশে ঠাকুরবাড়ির ভুমিকা অনস্বীকার্য। বঙ্গভঙ্গের সময় থেকে দীর্ঘকাল ভারতীয় উপমহাদেশে দেশীয় রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটাতে এবং বাংলা সাহিত্যের সঙ্গে সেই চেতনার যোগাযোগ সৃষ্টিতে ঠাকুর পরিবারের একাধিক সদস্য সক্রিয় ভূমিকা পালন করেছেন। এদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (৪ মে ১৮৪৯ – ৪ মার্চ ১৯২৫) উল্লেখযোগ্য।
ছবিঃ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ব্রিটিশ শাসনের হাত থেকে বাংলার স্বাধীনতা অর্জনের পিছনে বাঙালির সামাজিক জাগরণ তথা স্বাদেশিকতার রাজনৈতিক ও সাহিত্য মূল্য অনেক। এই জাগরণের ধারা শুরু হয় নবগোপাল মিত্রের “হিন্দুমেলা” (১৮৬৭), কেশবচন্দ্র সেনের “ভারতসংস্কার” (১৮৭০), মহেন্দ্র লাল সরকারের “ভারতীয় বিজ্ঞান সভা” (১৮৭৬) প্রভৃতির মাধ্যমে।জ্যোতি ঠাকুর তার সময়ে এই নবজাগ্রত স্বাদেশিকতার একজন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। বাংলা সাহিত্যে অনুবাদক হিসেবে তিনি যেমন পথ দেখিয়ে গেছেন তেমনি রাজনীতিতে রেখে গেছেন সংস্কারকের ভূমিকা। ভারতীয় সমাজ থেকে ইংরেজ প্রাদুর্ভাব দূরীকরণে, স্বদেশী ব্যবসা-বাণিজ্য পরিচালনার চেষ্টায়, হিন্দু মেলার সংগঠনে কিংবা আদি ব্রাহ্মসমাজের অন্যতম নেতা হিসেবে জ্যোতি ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করেছে অনেকে। এত রাজনৈতিক ব্যাস্ততার মাঝেও একের পর এক ইংরেজি ও ফরাসি সাহিত্য কর্মের বাংলা অনুবাদ করেছেন তিনি। শেকসপিয়ারের “জুলিয়াস সিজার” তিনিই প্রথম বাংলায় অনুবাদ করেন। ১৮৮৪ সালে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর থেকে হঠাৎ করেই নিজেকে বিচ্ছিন্ন করে নেন সকল ব্যাস্ততা থেকে। এমনটা না হলে হয়তো বাংলার সাহিত্য কিংবা রাজনীতি, দু জায়গার কোথাও থিতু হয়ে ইতিহাসে আরো রঙ ছড়াতেন তিনি।বাংলার নাট্য অনুবাদে এই মানুষটি থাকবেন সবসময় প্রথিতযশা হয়ে। তবে বাংলা নাটকে স্বাদেশিকতার উত্তেজিত মন্ত্রের প্রবেশ ঘটান উপেন্দ্র নাথ দাস (১৮৪৮-৯৫)। এমনকি ব্রিটিশবিরোধী এইসব উত্তেজনা দমনে সরকার “ড্রামাটিক পারফরম্যান্স এক্ট” (১৮৭৬) পাস করতে বাধ্য হয়। উপেন্দ্রনাথের “শরৎ সরোজিনী” (১৮৭৪) ও “সুরেন্দ্র – বিনোদিনী” (১৮৭৫) নাটক দুটিতে সরাসরি ইংরেজ বিরোধী রাজনৈতিক প্রচারণা চালানো হয়।
বিংশ শতকের শুরুর সময় থেকে প্রথম বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাংলার রাজনীতি ও সাহিত্য সমাজ মিলেমিশে নতুন দিক প্রশস্ত করেছিল। মোঘল শাসনের পর থেকে পাদপ্রদীপের আলো থেকে সর্বক্ষেত্রে দূরে থাকা মুসলিম সমাজ সাহিত্য ও রাজনীতি দুই মাধ্যমেই ঘুরে দাঁড়াতে শুরু করে। আবার সাহিত্য সমাজে স্বদেশী চেতনার উত্তেজিত মন্ত্রের প্রবেশ ঘটান কেউ কেউ। বড় ভাই জ্যোতি ঠাকুরের হাত ধরে বিদেশি সমাজ চেতনার একটি পরিচয় যেমনি দেশী সাহিত্য প্রেমীরা পেতে থাকে তেমনি বিশ্বযুদ্ধের ডামাডোল শুরু হবার প্রারম্ভে ছোটভাই রবীন্দ্রনাথকে পৃথিবীর অন্য প্রান্তের মানুষেরাও চিনতে শুরু করে। গত দুটি পর্বে প্রথম বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ রদের অপরাপর সময়ে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার বাংলা সাহিত্যের ঐতিহাসিক বিচার নিয়ে আলোচনা করা হয়েছে। এখন ওই সময়ের সাহিত্য সমাজের আরো কিছু গুরুত্বপূর্ণ উত্থান নিয়ে আলোচনা করা হবে। তবে তার আগে বিংশ শতকের শুরুর দিকের একটি বিদেশি ঘটনার প্রতি আলোকপাত করা উচিত। ১৮৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় একজন ভারতীয় “নাটাল ইন্ডিয়ান কংগ্রেস” প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করার কার্যক্রম হাতে নেওয়া হয়। সেখানে ভারতীয়দের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী (১৮৬৯ – ১৯৪৮)। যিনি পরবর্তীতে মহাত্মা (মহান আত্না) গান্ধী নামে ভারতীয় রাজনীতিতে আবির্ভূত হন এবং ভারতের জাতির জনক হিসেবে যার জীবনাবসান ঘটে। এই মহান ব্যাক্তিকে নিয়েও আলোচনা করা হবে তবে এখনি না, যথাসময়ে।
ছবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর
উনবিংশ শতকের শেষদিক থেকে বাংলা সাহিত্যে রাজনৈতিক চেতনার প্রবেশ ঘটতে থাকে শিক্ষিত সমাজের হাত ধরে। তৎকালীন বিদেশ ঘুরে আসা শিক্ষিত জনদের মাঝে বেন্থাম- মিল – কোমট – রুশোর মতবাদের প্রচলন শুরু হয়।এরপর রামকৃষ্ণ – বিবেকানন্দদের শিক্ষা এবং গীতার নিষ্কাম কর্মের আদর্শ প্রধান হয়ে দেখা দেয়। ঈশ্বরচন্দ্র গুপ্তের(১৮১২-১৮৫৯) সম্পাদনায় বাংলার প্রথম দৈনিক “সংবাদ প্রভাকর” (সাপ্তাহিক ১৮৩১, দৈনিক ১৮৩৯) যাত্রা শুরু করে। বাংলার নবজাগরণ ও নীল বিদ্রোহের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলে পত্রিকাটি। ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং সংবাদ প্রভাকর পত্রিকাটি ঘিরে পরবর্তীতে একঝাঁক জাতীয়তাবাদী চেতনাধারী কবি – সাহিত্যিকদের উদ্ভব হয় বাংলায়। এদের মধ্যে মনোমোহন বসু (১৮৩১-১৯১২) অন্যতম। গুপ্তবাবুর শিক্ষা সংস্কার, ধর্মসংস্কার প্রভৃতি মনোমোহন বসুকে আন্দোলিত করে। এদেশে ব্রিটিশ তথা ইউরোপীয় রাজনৈতিক, সামাজিক ও সাহিত্যিক আগ্রাসনের তিনি বিরোধী ছিলেন। তাইতো লিখেছিলেন, “ইউরোপীয় সমাজ আর স্বদেশীয় সমাজ বিস্তর ভিন্ন। ইউরোপীয় রুচি ও দেশীয় রুচি যে সম্যক স্বতন্ত্র পদার্থ তাহা অনেকে ভাবিয়া দেখেন না “। ঐ সময়ে নাটকে ইংরেজি নাট্যাদর্শের প্রচলন শুরু হয়েছিল। এর বিপরীতে গিয়ে বসু বাবু নাটকে বাংলা কবি যাত্রার প্রচলন ঘটায়। নাটকের নতুন এই দেশীয় ধাস বাঙালির রাজনৈতিক চেতনাকে নাড়া দিয়েছিলো। তাঁর “হরিশ চন্দ্র” (১৮৭৫) নাটকে ধর্মীয় ভক্তিরসের সঙ্গে হিন্দুমেলার জাতীয়তাবাদী স্বাদেশিকতার সুরটিও বেজেছে।
দীর্ঘদিন সাহিত্য সমাজের নেতৃত্ব থেকে মুসলমানদের দূরে থাকার সমাপ্তি ঘটে বিংশ শতকে। মহাকাব্য “মহাশ্মশান” (১৯০৪) লিখে মহাকবির মর্যাদা পেয়েছিলেন কায়কোবাদ। তাঁর পুর্ণ নাম কাজেম আল কোরেশি।
তৎকালীন রাজনৈতিক সমাজে হীন অবস্থা থেকে পরিত্রাণ খোঁজার জন্য মুসলমান নেতৃবৃন্দকে অনুপ্রেরণা জুগিয়েছিল তাঁর সাহিত্য কর্ম। “মহররম শরীফ” (১৯৩৩) কায়কোবাদের আরেকটি উল্লেখযোগ্য প্রচেষ্টা যার দরুন বাংলার রাজনৈতিক সমাজে মুসলমানদের মনোবল বৃদ্ধি পায়। বাংলা সাহিত্যের হিন্দুত্ববাদী দখলের বিপরীতে তিনিই প্রথম শক্ত অবস্থান গ্রহণ করতে সক্ষম হন। মুসলমান সাহিত্যিক হলেও সাম্প্রদায়িক মৈত্রীর চেতনা প্রসারে লেখকসমাজে কায়কোবাদের জনপ্রিয়তাও ছিল অগ্রগণ্য। কারবালার যুদ্ধ ও পরবর্তী ঘটনাবলীকে প্রেক্ষাপট বানিয়ে হামিদ আলী (১৮৭৪-১৯৫৪) দুটি মহাকাব্য লেখেন। তাঁর “কাসেমবদ কাব্য” (১৯০৫) ও “জয়নালোদ্ধার কাব্য ” (১৯০৭) রচনাগুণে উন্নত না হলেও বাংলা সাহিত্যে মুসলিম প্রতিনিধিত্বে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মুসলিম রক্ষণশীল চেতনা থেকে বেড়িয়ে এসে দেহধর্মী প্রণয় কবিতা লিখে প্রতিষ্ঠা লাভ করেন মোজাম্মেল হক(১৮৬০-১৯৩০)। তিনি “লহরী” নামে একটি কবিতার পত্রিকা বের করা শুরু করেছিলেন। “মোসলেম ভারত” (১৯২০) সাহিত্য পত্রিকার তিনি ছিলেন সম্পাদক। ব্রিটিশ ভারতের মুসলিম লেখকদের বিকাশে পত্রিকাটি বিশেষ ভূমিকা রাখলেও হিন্দু লেখকদেরও সম্মিলন ঘটেছিলো সেখানে। এমনকি পত্রিকার প্রচ্ছদে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীও সংযোজিত ছিল। মোজাম্মেল হক রচিত জীবনীকাব্য “হযরত মোহাম্মদ” (১৯০৩) সে সময়ে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।
আর এভাবেই বিংশ শতকের গোড়াতেই বাংলার মানুষ রাজনীতির ময়দানে বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ রদের সাথে সাথে সাহিত্য সমাজের রাজনৈতিক সংসর্গের সাক্ষী হয়। ১৯০৭ সালে বাংলা সাহিত্যের একমাত্র প্রাচীনতম নিদর্শন “চর্যাপদ” আবিস্কৃত হয়।
ছবিঃ চর্যাপদ
নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে এটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) । তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য।তবে বাঙালির সাহিত্য সমাজের সবচেয়ে বড় ঘটনা তখনো ঘটে নি। একজন বাঙালি প্রথম নন ইউরোপীয় হিসেবে প্রথমবার বিশ্বের সবচেয়ে বড় সাহিত্য স্বীকৃতি অর্জন করে নেয় কিছু পরে। তাঁর এই অর্জনের পরপরই বাঙালি সাহিত্য তথা সমাজের ওপর নজর পড়ে ইউরোপীয় সাধারণ জনগণের। পৃথিবীব্যাপী মানুষেরা “বাংলা” নামটি শুনতে পারে গৌরব আর অর্জনের অংশ হিসেবে। আমাদের ভাষায় কথা বলা, কবিতা লেখা, জাতীয়তাবাদী বক্তব্য দেওয়া একজন মানুষ “বিশ্বকবি” হিসেবে আবির্ভূত হওয়া শুরু করে এই অর্জনের ঘটনার পর। তাই এই ঘটনার রাজনৈতিক প্রভাব অনেক। তবে সে গল্প এখন আর নয়। আধুনিক বাংলা সাহিত্যের হাড়হীম করা রাজনৈতিক গল্পগুলো আসছে সামনের পর্বে।
(চলবে…)
লেখক : শফিক মুন্সি, সাংবাদিক ও কলামিস্ট।
প্রকাশিত সকল লেখার দায়ভার লেখকের। আমরা লেখকের চিন্তা ও মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল তাই সব সময় নাও থাকতে পারে।
শিল্প-সাহিত্য
আধুনিক বাংলা সাহিত্যের রাজনৈতিক ইতিহাস (পর্ব ২)

Published
3 years agoon
January 21, 2020By
শফিক মুন্সি
(পূর্বের পর্ব >> আধুনিক বাংলা সাহিত্যের রাজনৈতিক ইতিহাস (পর্ব ০১) )
“… অইরে মোসলেম! দেখরে চাহিয়া
নির্জীব যে জাতি তারাও সাজিয়া
তারাও কেমন সাহস ধরিয়া
উন্নতির পথে ধাইছে ছুটি।
তোমাদের তরে নিদ্রিত দেখিয়া
প্রকাশ্যে তোদেরে অবজ্ঞা করিয়া
দেখরে কেমন চলিছে ছুটিয়া
দেখরে মেলিয়া নয়ন দুটি।”
— ইসমাইল হোসেন সিরাজী
ছবি : সংগৃহীত
কদিন ধরে কলকাতার বিখ্যাত ঠাকুর বাড়ির ছাদে প্রায় বিকেলে কিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গল্প করতে দেখা যায় একজন ভদ্রমহিলাকে। মূলত তাদের আড্ডার কেন্দ্রবিন্দুতে রয়েছে জোঁড়া সাকোর এ বাড়ি থেকে জন্ম নেওয়া সাহিত্য পত্রিকা ‘ভারতী’ নিয়ে। ভদ্রমহিলাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন স্বর্ণকুমারী দেবী (২৮ আগস্ট ১৮৫৫ – ৩ জুলাই ১৯৯২)। এই নারী ১৮৭৬ সালে জাতীয়তাবাদী ভাবাদর্শে লিখে ফেলেন ‘ দীপনির্বাণ ‘ উপন্যাস। এটি প্রকাশের মাধ্যমে রাজনীতি সচেতন এই সাহিত্যিক লাভ করেন প্রথম বাঙালী নারী ঔপন্যাসিক হবার মর্যাদা। একজন নারীর এই সাহিত্যিক হয়ে ওঠা তৎকালীন নারী সমাজে বৃহৎ আলোচনার সৃষ্টি করে। স্বর্ণ দেবীর প্রথম উপন্যাসটি তাই স্বভাবতই নারী সমাজে পঠিত হতে থাকে বেশি সংখ্যায়।নিজেদের স্বাতন্ত্র্য জাতীয়তাবাদী একটি ভাবধারা তৎকালীন নারীসমাজে প্রবেশ করাতে স্বর্ণ দেবীর রাজনৈতিক ভূমিকা অনেক৷ পাঠিকা সমাজ যে বঙ্গভঙ্গ সহ ব্রিটিশ বিরোধী একটি চেতনা নিজেদের মননে গড়ে তুলছিল সে অবদান স্বর্ণ দেবীর অনেকখানি।
ওদিকে লর্ড ডালহৌসি সাহেব লেফটেন্যান্ট গভর্নর হয়ে নতুন বাংলা প্রদেশ গঠন করে বসে আছেন ১৮৫৪ সালে। এর ঠিক চার বছর পরই প্যারীচাঁদ মিত্রের হাত ধরে প্রথম বাংলা উপন্যাস ‘আলালের ঘরে দুলাল'(১৮৫৮) প্রকাশিত হয়ে গেলো। এই ১৮৫৮ সালটি বিভিন্ন কারণে ভারতীয় রাজনীতি ও বাংলার সাহিত্য ইতিহাসে গুরুত্বপূর্ণ। এবছরই বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের(২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) আবির্ভাব আবার ‘ভারত শাসন আইন ১৮৫৮’ করার মাধ্যমে কোম্পানির শাসনের বদলে ভারতবর্ষে শুরু হয় রাণীর শাসন। মধুসূদন দত্ত বাংলা কাব্যে বিপ্লব সৃষ্টি করেন অন্যদিকে সেই সময়ে সিপাহীদের বিপ্লবের ফলেই সর্বপ্রথম ভারতবর্ষে স্বাধীনতার বীজ রোপিত হয়।অমিত্রাক্ষরছন্দে রচিত ‘মেঘনাদবধ কাব্য ‘ (১৮৬১) বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ রচনা।আর এই মেঘনাদবধ কাব্যের সময় থেকেই আধুনিক সাহিত্যের বিকাশকাল শুরু।১৮৬১ সালে বাংলা সাহিত্যের সাথে সাথে ভারতের সরকার ব্যাবস্থাতেও পরিবর্তন আসে। ‘ভারতীয় কাউন্সিল এক্ট ১৮৬১ ‘ এর মাধ্যমে সরকার গঠনে ভারতীয় জনপ্রতিনিধিদের প্রবেশের প্রাথমিক রাস্তার সৃষ্টি হয়।মেঘনাদবধ কাব্য রচনার কিছুকাল পরে মাইকেল মধুুসূদন দত্ত প্রবাসে বসে সনেট লিখতে শুরু করেন, যা চতুর্দশপদী কবিতাবলি নামে ১৮৬৬ সালে প্রকাশিত হয়। বলা হয় বাস্তবে মধুসূদনের দ্বারাই বাংলা কাব্যে আধুনিকতার সূত্রপাত হয়। এদেশের সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদা লাভ করতে এবং বিশ্বসমাজে আমাদেরকে আলোচনায় আনতে মধুসূদনই প্রথম ভুমিকা রেখেছেন। অন্যদিকে মধুসূদনের হাত ধরেই পশ্চিমের শিল্প – সাহিত্য ও সংস্কৃতির ঢেউ আমাদের সাহিত্য সমাজে সর্বপ্রথম আছড়ে পড়া শুরু করে। যে ঢেউ পরবর্তীতে বাংলার রাজনৈতিক চেতনাকেও শানিত করেছে।

আমাদের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” বঙ্গভঙ্গের সময়েই রচিত। কুষ্টিয়ার বাউল গগন হরকরার “আমি কোথায় পাব তারে” গানের সুরেই রবীন্দ্রনাথ “আমার সোনার বাংলা” গানটির সুর করেন।গিরিশচন্দ্র ঘোষ (২৮ ফেব্রুয়ারি, ১৮৪৪ – ৮ ফেব্রুয়ারি, ১৯১২) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সংগীতস্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্যপরিচালক ও নট। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তারই অবদান।ইংরেজি নামের নাট্যদলের ভিড়ে ১৮৭২ সালে তিনিই প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশানাল থিয়েটার প্রতিষ্ঠা করেন।তাঁর রচিত ঐতিহাসিক নাটকগুলো সেসময়ে ব্রিটিশ বিরোধী চেতনার বীজ বপন করতে সক্ষম হয়। এক্ষেত্রে সিরাজুদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি প্রভৃতি উল্লেখ্য। আরেক সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল রায়ও (১৯ জুলাই ১৮৬৩ – ১৭ মে ১৯১৩) ঐ সময়ে জাতীয়তাবাদি চেতনা প্রচারে কাজ করেছেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন।এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি না
বঙ্গভঙ্গের ফলে নতুন সৃষ্ট বাংলার রাজনীতিকে ব্রিটিশদের মনমর্জি মতো পরিচালনা করা গেলেও কেনা যায় নি সাহিত্য সমাজকে। আর এই কারণেই সাহিত্যের সঙ্গে সেসময়ের ভারতবর্ষের জাতীয়তাবাদী রাজনীতির এক অন্যরকম মেলবন্ধনের ইতিহাস সৃষ্টি হয়। পুরো বাংলার সাহিত্য সমাজই প্রধানত বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি সেসময়কার বাঙালী মুসলমান সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ – ১৯৩১) বঙ্গভঙ্গের বিরুদ্ধে কথা বলেন। এই সিরাজী ছিলেন ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার ‘অনল-প্রবাহ'(১৯০০) কাব্যগ্
লেখকঃ শফিক মুন্সি, সাংবাদিক ও কলামিস্ট।
(পরবর্তী পর্বঃ আধুনিক বাংলা সাহিত্যের রাজনৈতিক ইতিহাস (পর্ব ৩) )
প্রকাশিত সকল লেখার দায়ভার লেখকের। আমরা লেখকের চিন্তা ও মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল তাই সব সময় নাও থাকতে পারে।
শিল্প-সাহিত্য
আধুনিক বাংলা সাহিত্যের রাজনৈতিক ইতিহাস (পর্ব ০১)

Published
3 years agoon
January 20, 2020By
শফিক মুন্সি
“বঙ্গভঙ্গের পরই ভারতের প্রকৃত জাগরণ ঘটেছে” -মহাত্মা গান্ধী। “




এ সময়ে রবীন্দ্র সাহিত্য কর্মে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ক্ষয়িষ্ণুতাবাদ ও কলাকৈবল্যবাদ এর উদ্ভব। পশ্চিম ইউরোপের সাহিত্য গর্ভে জন্ম নেওয়া এ বিশেষ দুটি শাখা স্বল্প মাত্রায় প্রবেশ করতে থাকে বাংলা সাহিত্যে। কলাকৈবল্যবাদের প্রধান বক্তব্য ছিল – ” আর্টের সঙ্গে বাস্তব ইউটিলিটির কোনো সম্পর্ক নেই “।ক্ষয়িষ্ণুবাদের বিষয়বস্তু ছিল সুপরিকল্পিতভাবে সকল আবেগ অনুভূতির ক্ষেত্রে একটা প্রচন্ড ওলট-পালট ও বিপর্যয় আনা। তাই জীবনের স্বাভাবিক প্রাণোচ্ছলতাকে এড়িয়ে এই ধারার শিল্পীরা তাদের সৃষ্টিতে প্রবেশ করান কৃত্রিম সাজসজ্জা, মাদকদ্রব্য, বিকৃত মানবিক সম্পর্ক ও অস্বাভাবিক যৌন আচরণের। বিদেশি সবকিছু বর্জনের যে ডাক রবীন্দ্রনাথ দিয়েছিলেন নিজের সাহিত্য কর্মে সেটা নিজেই রক্ষা করতে পারেন নি। তবে তাঁর সাহিত্যকর্মে কলাকৈবল্যবাদ ও ক্ষয়িষ্ণুবাদের প্রভাব ছিল যৎসামান্য। তাঁর রচিত ‘ঘরে বাইরে ‘ উপন্যাসে তৎকালীন ব্রিটিশ ও বঙ্গভঙ্গ বিরোধী চেতনা যেমন প্রকাশ পেয়েছে ঠিক তেমনি কলাকৈবল্যবাদ ও ক্ষয়িষ্ণুবাদও ধরা দিয়েছে। উপন্যাসে দেখা যায় স্বামী নিখিলেশের প্রতি অনুরাগ সত্ত্বেও স্ত্রী বিমলা বিপ্লবী সন্দীপের দ্বারা তীব্রভাবে আকর্ষিত। আবার সন্দীপের মানবিক দোষত্রুটি, বিকৃত লোভ এবং পরস্ত্রী কাতরতার মতো অস্বাভাবিক যৌন আচরণের অনুভূতিও গল্পে মিলেমিশে একাকার।
০১/ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – মুনতাসীর মামুন ও মোঃ মাহবুবর রহমান।
০২/ বাংলাদেশ : রাজনীতি সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন – ড. হারুন অর রশিদ।
০৩/ বঙ্গভঙ্গ আন্দোলন ও রবীন্দ্রনাথ – কুলদা রায় ও এম এম আর জালাল।
০৪/ অগ্নিযুগের সাহিত্য – রকিবুল হাসান।
০৫/ The History of Bengal, Volume II, Sir Jadunath Sarkar
০৬/From Plassey to Partition – A History of Modern India (2004), Sekhar Bandyopadhyay
প্রকাশিত সকল লেখার দায়ভার লেখকের। আমরা লেখকের চিন্তা ও মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত লেখার সঙ্গে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল তাই সব সময় নাও থাকতে পারে।
সর্বাধিক পঠিত
-
ইতিহাস4 years ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎশক্তিদের ভূমিকা
-
অন্যান্য3 years ago
উন্নয়ন এবং নারী ক্ষমতায়ন
-
শিল্প-সাহিত্য3 years ago
দ্রোহ -প্রেম ও যৌবনের কবি কাজী নজরুল ইসলাম
-
শিল্প-সাহিত্য3 years ago
আধুনিক বাংলা সাহিত্যের রাজনৈতিক ইতিহাস (পর্ব ০১)
-
শিল্প-সাহিত্য3 years ago
শব্দশ্রমিক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
-
বাংলাদেশ4 years ago
বঙ্গোপসাগর ও বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা
-
শিল্প-সাহিত্য4 years ago
প্রকৃতি,প্রেম ও একাকিত্বের কবি মহাদেব সাহা
-
ইতিহাস3 years ago
সম্রাট শাহজাহানঃ সৌন্দর্য্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাষাণে